Mosaic Merchants Association Bangladesh
বাংলাদেশ মোজাইক মার্চেন্ট’স এসোসিয়েশনের প্রতিষ্ঠাকাল হইতেই বহু চড়াই উত্তাই পেরিয়ে সুদীর্ঘ ৩৫ বৎসর যাবত সাধারণ ব্যবসায়ী ও সদস্যদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। দীর্ঘ পথযাত্রার অত্র এসোসিয়েশনকে যারা গতিশীল নেতৃত্ব দিয়ে আজকে এই পর্যায়ে এনেছেন, তাদের তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
বর্তমান ডিজিটাল সময়ে আমরা এসোসিয়েশনের কার্যক্রম আরোও দায়িত্বশীল ও সময়োপযোগী করার প্রয়াসে, আমাদের টিম তথা কার্যকরী কমিটির সর্বদা সচেষ্ট। এসোসিয়েশনের দীর্ঘ কার্য পরিচালনার ব্যর্থতা/সফলতায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন (শারীরিক, অর্থনৈতিক) সর্বদাই পাশে থেকেছেন তাদেরকে সফলতার কৃতিত্ব পুরোটাই দিতে চাই।
বর্তমানে বাংলাদেশ মোজাইক মার্চেন্ট’স এসোসিয়েশনের কার্যক্রমকে ব্যবসায়ীদের কল্যাণে ও স্বাবলম্বী করার প্রয়াসে আমার এবং কার্যনির্বাহী কমিটির আন্তরিক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
Bangladesh Mosaic Merchants’ Association has been working for the welfare of general traders and members for 35 years, overcoming many ups and downs since its establishment. My respect and gratitude go to those who have brought this long-standing association to this stage today with their dynamic leadership.
In the current digital era, we, our team and executive committee, are always striving to make the association’s activities more responsible and timely. I would like to give full credit for the success to those who have worked tirelessly (physically, financially) and have always been by my side in the long-term success/failure of the association.
At present, my sincere efforts and those of the executive committee will continue in an effort to make the activities of the Bangladesh Mosaic Merchants’ Association for the welfare of the merchants and self-reliant.